রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৩ ১৩ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নির্মাণ কর্মীদের বিক্ষোভের জেরে গত প্রায় তিন দিন ধরে প্রায় বন্ধ হয়ে রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পঞ্চম ইউনিট তৈরির কাজ। নতুন এই ইউনিট তৈরি এবং সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকরণ খাতে প্রায় ৪৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। নতুন ইউনিটটি পূর্ণ ক্ষমতাতে কাজ শুরু করলে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২৬০ মেগাওয়াটে পৌঁছবে।
বর্তমানে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট থেকে প্রতিদিন প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।
তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভরত কয়েকজন শ্রমিক বলেন-"তৃতীয় ফেজে" সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি গড়ে তোলার কাজ হচ্ছে তার নির্মাণ কার্যের সাথে কয়েকটি বেসরকারি কোম্পানি জড়িয়ে রয়েছে। কিন্তু কোম্পানিগুলো নির্মাণ কাজের জন্য পর্যাপ্ত শ্রমিক নিয়োগ না করে কম সংখ্যক শ্রমিক দিয়ে বেশি কাজ করাচ্ছে।
একটি বেসরকারি কোম্পানির শ্রমিক নাম না প্রকাশের শর্তে বলেন- ২০২৩ সালে জানুয়ারি মাসে কোম্পানি আমাদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেও নভেম্বর মাস শেষ হতে চললেও এখনও আমরা বর্ধিত বেতন হাতে পাইনি।
বিক্ষোভরত শ্রমিকদের আরও অভিযোগ- কোম্পানি তাদেরকে "পে স্লিপ" দিচ্ছে না এবং মাইনে থেকে পিএফ-এর টাকা কাটলেও তা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ছে না।
মঙ্গলবার বিক্ষোভে শামিল হন নির্মাণ কাজের সাথে যুক্ত কয়েকশো শ্রমিক। তাঁদের অনেকেরই অভিযোগ, "কোম্পানি আমাদেরকে "ওভারটাইম" কাজ করতে বাধ্য করলেও তার জন্য অতিরিক্ত কোনও মজুরি দিচ্ছে না।" তাঁদের আরও অভিযোগ কোম্পানি যোগ্যতা অনুযায়ী শ্রমিকদেরকে কাজ দিচ্ছে না।
বিক্ষোভরত বেশ কিছু শ্রমিক অভিযোগ করেন - তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন শীর্ষ আধিকারিকদের সাথে নির্মাণ কাজের সাথে জড়িত "কন্ট্রাক্টার"দের গোপন আঁতাত রয়েছে। তার ফলে শ্রমিক বিক্ষোভের জেরে তৃতীয় "ফেজে" নির্মাণ কাজ ব্যাহত হলেও কর্তৃপক্ষ তা সময়মত চালু করার বিষয়ে উদাসীন রয়েছেন। নির্মাণ কর্মীরা জানিয়েছেন- সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা দ্রুত ব্যবস্থা না নিলে তৃতীয় "ফেজে" যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি তৈরির কাজ চলছে তা সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না।
তৃণমূল কংগ্রেস পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বলেন,"তাপবিদ্যুৎ কেন্দ্রে কী হয়েছে তা সঠিকভাবে আমার জানা নেই। গোটা বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় তার চেষ্টা আমরা করব।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পুর এলাকায় জলের ঘাটতি খুঁজতে গিয়ে, হাতেনাতে অবৈধ জলের কারবার ধরলেন স্বয়ং পুরপ্রধান...
শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন? ...
বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...
কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...
জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...